Wednesday, October 19, 2016

দ্বাদশ শ্রেণির চতুর্থ অগ্রগতি যাচাই পরীক্ষা

এই মর্মে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দ্বাদশ শ্রেণির চতুর্থ অগ্রগতি যাচাই পরীক্ষা নিম্নবর্ণিত সময়সুচি অনুসারে অনুষ্ঠিত হবে। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত নিয়মিত ক্লাস এবং অগ্রগতি যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। তাই সকল শিক্ষার্থীকে নিয়মিত শ্রেণি কার্যক্রমে উপস্থিত থেকে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে এবং ভালোভাবে লেখাপড়া করার মাধ্যমে সন্তোষজনক ফলাফল অর্জন করতে নির্দেশ দেয়া যাচ্ছে।
দ্বাদশ শ্রেণি চতুর্থ অগ্রগতি যাচাই পরীক্ষা
২৪/১০/২০১৬ সোমবার    
ইংরেজি ১ম + ইংরেজি ২য় পত্র
২৫/১০/২০১৬ মঙ্গলবার     
বাংলা ১ম + বাংলা ২য় পত্র
২৬/১০/২০১৬ বুধবার
ব্যবসায় পরিচিতি + অর্থনীতি ২য়/
রসায়ন + গণিত ২য় পত্র
২৭/১০/২০১৬ বৃহস্পতিবার      
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি+ফিন্যান্স ও ব্যাংকিং / পদার্থ বিজ্ঞান ২য় পত্র
৩০/১০/২০১৬ রবিবার     
হিসাববিজ্ঞান ২য় পত্র/ জীব বিজ্ঞান

ফলাফল প্রকাশ: ০১/১১/২০১৬, মঙ্গলবার।

অধ্যক্ষ

No comments:

Post a Comment

Mern & Merit Search