Monday, October 17, 2016

বার্ষিক মনিটরিং কার্যক্রম ২০১৬

সম্মানিত অভিভাবক/অভিভাবিকা
আসসালামু আলাইকুম। আপনাদের চাহিদা ও প্রত্যাশা পূরণ এবং শিক্ষার্থীদের লেখাপড়া ও নৈতিকতার যথার্থ মানোন্নয়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এই বছরও আমাদের মনিটরিং কার্যক্রম শুরু হচ্ছে। একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত শিক্ষা সফরের জন্য নির্ধারিত ২০ অক্টোবর ২০১৬ চলতি বছরের মনিটরিং কার্যক্রমের জন্য বেছে নেয়া হয়েছে এবং উক্ত দিন শ্রেণি কার্যক্রম অনুষ্ঠিত হবে না বিধায় সকল শিক্ষার্থীকে নিজ নিজ বাসায় অভিভাবকের সাথে অবস্থান করতে বলা হচ্ছে। এছাড়াও, বার্ষিক মনিটরিং কার্যক্রমের সুবিধার্থে আগামী ২২ অক্টোবর ২০১৬ অধ্যক্ষ মহোদয়ের সংরক্ষিত ছুটির অংশ হিসেবে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ২০ অক্টোবর ২০১৬ মনিটরিং কার্যক্রম আরম্ভ হয়ে ২২ অক্টোবর ২০১৬ পর্যন্ত চলবে। এ কার্যক্রমের আওতায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকামন্ডলী সরাসরি ছাত্র-ছাত্রীদের বাসায় গিয়ে শিক্ষার্থী সম্পর্কিত অভিভাবক-অভিভাবিকাদের সুচিন্তিত মতামত ও সমস্যাদি সম্পর্কে অবগত হবেন। মনিটরিং কার্যক্রমের সফলতা নিশ্চিত করতে প্রত্যেক অভিভাবক/ অভিভাবিকাকে সন্তান/পোষ্যসহ বাসায় অবস্থান করে শিক্ষক-শিক্ষিকাদের উপযুক্ত তথ্যাদি পরামর্শ ও মতামত দিয়ে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। আপনাদের আন্তরিক পরামর্শ ও মতামত পেলে আরো অনেক বেশি ফলপ্রসূ ও গতিশীল প্রচেষ্টার মাধ্যমে আপনাদের সন্তানকে আমরা সুশিক্ষিত, আলোকিত ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। উল্লেখ্য যে, আপনাদের সুচিন্তিত পরামর্শ ও মতামতের গোপনীয়তা সম্পূর্ণরূপে রক্ষা করা হবে।

অধ্যক্ষ

No comments:

Post a Comment

Mern & Merit Search