Wednesday, November 2, 2016

দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা আগামী ১০ নভেম্বর

এই মর্মে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচনী পরীক্ষা আগামী ১০ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।
উল্লেখ্য যে, অগ্রগতি যাচাই পরীক্ষার ফিসহ নির্বাচনী পরীক্ষার ফি ৯০০/= (নয়শত টাকা) নির্ধারণ করা হয়েছে। এইচ এস সি সেশন হিসেবে জুন ২০১৭ পর্যন্ত টিউশন ফি ও নির্বাচনী পরীক্ষার ফি আগামী ৯ নভেম্বর ২০১৬, বুধবারের মধ্যে অ্যাকাউন্টস অফিসে জমা দিয়ে সকল শিক্ষার্থীকে প্রবেশপত্র ও রুটিন সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।

বি.দ্র.: নির্বাচনী পরীক্ষায় কোন শিক্ষার্থী যদি যে কোন এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়, তাহলে তাকে এইচ এস সি পরীক্ষার ফরম ফিলআপ করা থেকে বিরত রাখা হবে। তাই এই ব্যাপারে সকল শিক্ষার্থীকে সতর্ক হওয়ার জন্য এবং ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া যাচ্ছে।
  
অধ্যক্ষ

No comments:

Post a Comment

Mern & Merit Search